বিশালগড়ের গকুলনগরে ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ডঃ শ্যামাপ্রসাদ এগ্রি মার্কেট শেড এবং স্টলের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনের পর দোকানী ও অন্যান্য লাভ্যার্থী দের হাতে দোকান স্টলের চাবি এবং অটো রিক্সার চাবি তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস এই এলাকার সার্বিক উন্নয়নে এই মার্কেট বৃহত্তর ভূমিকা পালন করবে।