শোক জ্ঞাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
চারিদিকে শুধু হাহাকার কান্নার রোল, করমন্ডল দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে ওড়িশার বালেশ্বরে লাইন, বহু মানুষের ৷ এখন পর্যন্ত আহতদের সংখ্যা প্রায় ছয় শতাধিকের গন্ডি অতিক্রম হয়ে গেছে বলে খবর ৷ মৃতের সংখ্যা প্রায় ৩০০ জনেরও বেশি ৷ এই ঘটনার শোক জ্ঞাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী ৷ এবং মুখ্যমন্ত্রী শ্রী সাহা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনার তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে ৷
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে শনিবার সকালে ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার ৷