শেষ ওভারে সপাটে ব্যাট চৈত্র সেলের
শেষ ওভারে চালিয়ে খেলে হারা ম্যাচ জিতে যাওয়ার নজির আইপিএলে ভুরিভুরি ৷ তবে উত্তর জেলার ধর্মনগরে এবারের চৈত্র সেল যেন তারই কপি-পেষ্ট ৷ হুবহু একই ভাবে চলতি মরশুমের ঝিমিয়ে পড়া চৈত্র সেল হঠাৎ করেই শেষ বাজারে জমে উঠল ৷
আর হাতে রয়েছে মাত্র একদিন সময় ৷ শেষ বেলায় কম দামে পছন্দের জিনিস পেতে দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা ৷ খদ্দের সামলাতে নাওয়াখাওয়া ভুলেছেন দোকানদাররাও । প্রত্যেকটি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখে হাসি ফুটেছে অনেক দোকানদারের। চাঁদের হাট বসেছে যেন চৈত্রের বাজারে।