২৬ জুন থেকে শুরু হচ্ছে জাতি উপজাতির মিলনমেলা খার্চি উৎসব। প্রস্তুতি চলছে, জোর কদমে। প্রস্তুতি খাতিয়ে দেখছেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান এ বছর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তাছাড়া উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পাশাপাশি এবছর মধ্যে একদিন রাখা হয়েছে, যা এ বছর থেকে শুরু হল দিব্যাঙ্গদের সম্মান প্রদর্শন ও কৃতি সংবর্ধনা। এই অনুষ্ঠানে থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গত বছর মিলন মেলায় প্রায় ২০ লক্ষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিলেন এ বছর দিন ভালো থাকলে এই রেকর্ড ভেঙ্গে যাবে বলে জানান তিনি।