শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন। এদিন রবীন্দ্রভবনে সম্মেলনের উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। ছিলেন উপ মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন ধর্ম গুরু ও বিশিষ্টজনেরা। সম্মেলন সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেয় উত্তর পূর্বের রাজ্য গুলো থেকে আসা সাধু সন্ত এবং সাংস্কৃতিক কর্মীরা।