সোমবার রাজধানী আগরতলার মালঞ্চ নিবাস সংলগ্ন স্টেট টেনিস কমপ্লেক্সে টিটিএ এশিয়ান র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনের পর মন্ত্রী বলেন,এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান সম্ভাবনাময় টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁরা তাদের খেলার মাধ্যমে শুধু নিজেকেই উজ্জ্বল করে না, তাঁরা দেশের ও রাজ্যের মুখও উজ্জ্বল করেন। তাই শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করতে হবে।