শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মধুপুর বাজারে দশটি দোকান পুরোপুরি ধ্বংসস্থপে পরিনত হয়েছে ৷ ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার উপর ৷ বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলেই প্রাথমিকভাবে ধারনা ৷ তবে নাসকতার ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা, অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সহ অন্যান্য নেতৃত্বরা ৷ বিধায়িকা সরাসরি পুলিশের উপর আঙ্গুল তুলেন ৷ তিনি বললেন, বাজারে থানা থাকা সত্বেও কোনো পাহাড়াদার ছিলোনা বলে জানতে পারেন ৷ তাহলে হয়তো এত বড় ক্ষতি হতনা ৷ বিশালঘর থেকে ফায়ার ইন্জিন ছুটে আসলেও শেষ রক্ষা হয়নি ৷