১৪ই এপ্রিল শুক্রবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় ভারতীয় সংবিধানের রচয়িতা বিশিষ্ট সমাজ সংস্কারক ভারতরত্ন ডঃ বি.আর.আম্বেদকর এর ১৩৩ তম জন্ম জয়ন্তী ৷ ডঃ বি .আর. আম্বেদকরের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে ১৪ ই এপ্রিল সকালে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে ডঃ বি.আর.আম্বেদকর এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন এই রাজ্যের সন্মানীয় মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা ৷ এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন তপশিলি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস,আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার,প্রাক্তণ অধ্যক্ষ রেবতী দাস সহ অন্যান্যরা ৷ এদিন সকালে রবীন্দ্র ভবন থেকে একটি শোভা যাত্রা বের হয় ৷ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন তপশিলি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস,বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা ৷ এদিন ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গণে ডঃ বি.আর.আম্বেদকর এর মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা, মুখ্য সচিব কল্যাণী রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা ৷
এদিন ভারতীয় জনতা পার্টি প্রদেশ তপশিলি জাতী মোর্চার উদ্যোগে ডঃ বি.আর. আম্বেদকর এর জন্ম জয়ন্তী পালন করা হয় বিজেপি প্রদেশ কার্যালয়েও ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য,তপশিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা ৷