‘তেল বাঁচাও,গ্যাস বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ওএনজিসি ত্রিপুরা এসেটের কর্মী ও কার্যকর্তা মিলে মানব বন্ধন কর্মসূচী সংগঠিত করে ৷ এর একটাই উদ্দেশ্য হল তেল ও গ্যাসের প্রচুর অপচয় হচ্ছে, সেই অপচয়কে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে জনসাধারণকে সচেতন করা ৷ এদিন সকালে ওএনজিসি ত্রিপুরা এসেট-এর কর্মী ও কার্যকর্তারা হাতে ব্যানর নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ‘তেল বাঁচাও,গ্যাস বাঁচাও’ ব্যপারে জনসাধারণকে সচেতন করেন ৷ তাই তেল ও গ্যাস যতটুকু দরকার এতটুকু ব্যবহার করার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন ওএনজিসি ত্রিপুরা এসেট এর Chief পি.বি দাস ৷