শিশু শ্রম বন্ধ ও শিশুদের সামাজিক নিরাপত্তার দাবিতে আগরতলার রাজপথে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ ! !
শিশু শ্রমিক সমগ্র দেশ তথা রাজ্যের লজ্জা, জাতির অপমান, শিশুর হাসি কেড়ে নিলে কোথায় পাবে প্রাণ” ?
শিশুরা জাতির ভবিষ্যৎ ৷ শিশুরাই দেশের ভবিষ্যৎ নাগরিক ৷ সেই শিশুরা যদি সমাজে অবহেলিত হয়, শোষিত হয়, তাহলে দেশের উন্নতি কোনো মতেই সম্ভব নয় ৷ ঠিক, শিশুরা স্বভাবত কল্পনাপ্রবণ,ভাবপ্রবণ, শিশু মনের আকাশে ইন্দ্রধনুর সপ্তরত্রে সমাবেশ ৷ কিন্ত শিশুদের এই শৈশব কেড়ে নিয়ে তাঁকে যদি রোজগারের কাজে লাগানো যায়, তাকে যদি নরপিশাচের চোখে দেখা হয়, তার উপর যদি পশুর মতো আচরণ করা হয় তাহলে এর থেকে বড় দুঃখের কথা আর কী আছে ?
এই বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে শিশু শ্রম বন্ধ শিশুদের উপর অমানবিক অত্যাচার সহ বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগরতলা রাজতপথে একটি মিছিল সংগঠিত করেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বরা ৷ এদিন মিছিলটি মেলারমাঠস্থিত সিপিএম অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলায় গিয়ে সমাপ্ত হয় ৷