শিল্পনগরী পরিদর্শনে মন্ত্রী সান্তনা চাকমা ৷
শিপ্ল বানিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ২৬শে এপ্রিল বুধবার বুধজং নগরে শিল্পনগরী পরিদর্শনে যান ৷ সাথে ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বনিক, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ৷ তারা শিল্পনগরী সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন ৷ মূলত আগামীদিন আরো কিভাবে এই শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরো উৎপাদন বাড়ানো যায় এইসব বিষয়ে কথা বলেন ৷