সকলকে একসাথে নিয়োগের দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করে এস টি জি টি কোয়ালিফাই বেকারা। তাদের বক্তব্য, প্রচুর শূন্য পদ থাকা সত্বেও সরকার নিয়োগ করছে না। যা নিয়োগ করা হচ্ছে, তাতে এস টি জি টি অনেক কম । প্রায় কয়েক ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।