তিন দফা দাবিতে অনশনরত ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা বৃহস্পতিবার পুনরায় শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। তাদের বক্তব্য, আর সময় দেওয়া যাবে না। সামনে বিধানসভা নির্বাচন চলে আসছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যেই তাদের কর্মসংস্থানের বিষয় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে ইতিবাচক সিদ্ধান্ত নিতেই হবে। নতুবা সারা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করবে চাকরিচ্যুত শিক্ষকরা। এতে দায়ী থাকবে রাজ্য সরকার।