ককবরক ভাষাকে রোমান হরপে চালু করার দাবি সহ তিন দফা দাবিতে বুধবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস ফেডারেশন। মিছিলে ছিলেন প্রাক্তন আই পি এফ টি বিধায়ক মেবার কুমার জমাতিয়া। তাদের দাবি, বাংলা নয় রোমান লিপিতে ককবরক ভাষা চালু করতে হবে।