শুক্রবার ২৮ এপ্রিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘Chief Minister’s Annual State Award of Academic Excellence’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷ তিনি সেখানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন এবং পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন ৷
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকের ছাত্রছাত্রী তথা বর্তমান প্রজন্ম, আগামীদিনে ত্রিপুরার ভবিষ্যৎ নির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে ৷ তাঁদের দক্ষতা এবং অভিনবত্যের মাধ্যমেই বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মুখ উজ্জ্বল হবে ৷ তাই ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য সার্বিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার’ ৷