ত্রিপুরা SPQEM / SPEMM মাদ্রাসা শিক্ষকদের কে সমকাজে সমবেতন । রাজ্যের সর্বশিক্ষা শিক্ষক (SSA) শিক্ষকদের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার আবেদন সহ ৭ দফা দাবি জানিয়ে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন রাজ্য কমিটি মঙ্গলবার আগরতলার শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন।