রবিবার মোহনপুরে কংগ্রেসের প্রচারসজ্জার গাড়িতে ভাঙচুর করে দুষ্কৃতীরা। ভেঙ্গে ফেলা হয় এলইডি স্ক্রিন। ছিনিয়ে নেওয়া হয় গাড়িতে থাকা জেনারেটার। আইনমন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে অভিযোগর আঙুল তুলে ঘটনার প্রতিবাদে সোমবার তার বাড়ি ঘেরাও করে যুব কংগ্রেস ও এন এস ইউ আই। বিক্ষোভে নেতৃত্ব দেন যুব কংগ্রেসের রাস্ট্রীয় মহাসচিব এহসান আহমেদ খান। পুলিশ পরবর্তী সময়ে আন্দোলনকারীদের তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।