শনিবার ফের পথে নামল টেট উত্তীর্ণরা। ২০২১ সালে টেট উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবিতে ফের শনিবার শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশ এসে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে।

পরে আন্দোলনকারীদের মধ্যে চারজনের এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী পুনরায় তাদের আশ্বাস দিয়েছেন যে পুজোর আগে পর্যায়ক্রমে তাদের নিয়োগ করা হবে। সেই আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয়।