“শাসন নয় সুশাসনই গনতন্ত্রের পর্যায়বাচী” । আজ চন্ডীপুর বিধানসভার ছনতৈল উচ্চ বিদ্যালয় মাঠে “প্রতি ঘরে সুশাসন” মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, বিভিন্ন লাভ্যার্থীদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দিতে পেরে আমি আনন্দিত বোধ করছি। জনগনের মৌলিক অধিকার জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ আমাদের রাজ্য সরকার।