বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে
প্রসঙ্গত, বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তাতেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষ্কৃতি বেধড়ক মারধর করে বলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এছাড়াও নদিয়ার চাপড়ায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠালো তৃনমূলের বিরুদ্ধে।