আসন্ন দূর্গা পূজা নিয়ে আগরতলা পুর নিগম একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন করে আগরতলার শহর সাজিয়ে পুর নিগম শহরবাসীকে সার্বজনীন দুর্গাপূজা অংশ নেওয়া জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মেয়র দীপক মজুমদার।
এই প্রথম বারের মত আগরতলা পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম এলাকার সকল ক্লাব, সংস্থা, পূজা কমিটি, পূজা উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মানিসহ সুদৃশ্য ট্রফি দিয়ে পুরুস্কৃত করা হবে। এর মধ্যে রয়েছে সেরার সেরা প্রতিমা, সেরার সেরা মন্ডপ, সেরার সেরা থিম, সেরার সেরা আলোক সজ্জা ও সম্পূর্ণ মহিলাদের দ্বারা পূজা পরিচালনার জন্য ইত্যাদি। এই ৫ টি পুরুস্কার সমগ্র আগরতলা শহরের জন্য দেওয়া হবে।
প্রতিমা নিরন্জন সুষ্ঠভাবে সম্পুন্ন করার লক্ষে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দশমীঘাটকে ব্যাপক সংস্কার করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাস্তা ম্যারামতি, আলোকসজ্জা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা এবং অত্যাধুনিক ট্রলির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন সম্পুন্ন করার ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া বেশ কিছু সিদ্ধান্ত সর্বসন্মতি ভাবে নেওয়া হয়েছে। এইবার দশমীঘাটে বাদ্যযন্ত্র, ডিজে সিস্টেম নিয়ে প্রতিমা নিরঞ্জন স্থানে প্রবেশ নিষেধ করে বিকল্প ব্যবস্থা হিসাবে আগরতলা পুর নিগমের তরফ থেকে বাদ্যযন্ত্র, এবং মহিলাদের দ্বারা পরিচালিত মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশমীঘাটের জন্য অস্থায়ী সৌচালয়ের ব্যাবস্থা করা হবে। প্রতিমা নিরঞ্জনে তিন ধাপে প্রর্যাপ্ত শ্রমিকের ব্যাবস্থা রাখা হবে। প্রতিমা নিরঞ্জনের জন্য দুটি ক্রেনের ব্যাবস্থা রাখা হবে এবং শিব বাড়ি থেকে দশমীঘাট অবদি ত্রিবর্ন রঞ্জিত আলোক সজ্জায় সজ্জিত করা হবে।