তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শারদসম্মান২০২২ শীর্ষক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । বৈঠকে আসন্ন শারদোৎসব উপলক্ষে মায়েরগমন অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শারদোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই মায়েরগমন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় আজকের প্রস্তুতি সভায়। পাশাপাশি শারদসম্মান২০২২ উপলক্ষে বৈঠকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।