শহরে বজরং দলের বিক্ষোভ মিছিল!!
কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, যদি কর্নাটকে কংগ্রেস দল সরকার গঠন করে তবে বজরং দলকে নিষিদ্ধ ঘোষনা করা হবে ৷ তারেই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বজরং দল সারা দেশব্যপী প্রতিবাদ মিছিল সংঘটিত করেছে ৷ তারেই অঙ্গ হিসেবে এদিন আগরতলাতেও মিছিল করে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং রাহুল গান্ধী এবং মল্লিকা অর্জুন খারগের কুশপুত্তলিকা দাহ করে ৷