শহরে ‘নো ভেহিক্যাল জোন’
পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্থে রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদ এবং প্রধান গেইটের উচুঁ মাস্তল জাতীয় পতাকার সম্মুখভাগ থেকে লক্ষ্মীনারায়ন বাড়ি রোডের শেরাওয়ালি সুইটস, রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনী ও মহারানী তুলসীবতি স্কুল রোড পর্যন্ত বিস্তৃত আশেপাশের সড়কে যানযট এড়াতে প্রতি সপ্তাহে (শনি ও রবিবার) বিকেল ৪টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত ‘নো ভেহিক্যাল জোন’ আরোপের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে ৷ পাশাপাশি ওই স্থানটিতে ট্যুরিস্ট হাবের প্রভূত উন্নয়নেও পর্যটন দপ্তরের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ৷ শুক্রবার বিকেলে সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ৷