সোমবার গুজরাটের মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র ভাই প্যাটেল। এই নিয়ে দ্বিতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন। দুপুর ২টোয় গান্ধীনগরের হেলিপ্যাড ময়দানেই শপথ নেবেন ভূপেন্দ্র। গুজরাটের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকালেই গুজরাট গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান গুজরাটের বিজেপি কর্মীরা সেই ছবি টুইট করেছেন মুখ্যমন্ত্রী।