রাজ্যের উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের জয়যাত্রাকে অব্যাহত রাখার সংকল্প নিয়ে মা ত্রিপুরাসুন্দরীর পুণ্যভূমিতে দ্বিতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী, মাননীয় গৃহ মন্ত্রী শ্রী অমিত শাহ জী ও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আদরনীয় শ্রী জগৎ প্রকাশ নাড্ডা মহোদয়কে জানাই সুস্বাগতম। শপথ গ্রহণের সকালে টুইট ডাঃ মানিক সাহার।