আগামী ৮ই মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। থাকছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। তারই প্রস্তুতি শুরু করল বিজেপি । রবিবার দুপুরে বিজেপি প্রদেশ নির্বাচনী কার্য্যালয়ে সম্বিত পাত্রা, মানিক সাহা এবং রাজীব ভট্টাচার্য,প্রতিমা ভৌমিকের পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় বিজেপির বিভিন্ন জেলা কমিটির সভাপতি, প্রদেশ মোর্চার সভাপতি এবং বেশ কয়েকটি মণ্ডলের সভাপতি উপস্থিত ছিলেন। এরই সাথে বিজেপির ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৫ টি তে দেওয়া সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন এই দিনের বৈঠকে। রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিতেই এদিনের বৈঠক ।