শনিবার ২২ এপ্রিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দিব্যাঙ্গদের উদ্দেশ্যে এক DDRC Outreach Building এর উদ্বোধন হয় ৷ এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন ৷ মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রী নাগেশ কুমার বি, উত্তর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডঃ অরুনাভ চক্রবর্তী,বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডঃ সন্দীপক রায় এবং ধর্মনগর পুর পরিষদের চেয়াম্যান শ্রী প্রদ্যুত দে সরকার সহ আরো বিশিষ্টজনেরা ৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন যে, এখন থেকে দিব্যাঙ্গদের কৈলাশহর গিয়ে ডাক্তার দেখিয়ে সার্টিফিকেট নিতে হবেনা ৷ DDRC এর এই ধর্মনগর সেন্টার থেকেই দিব্যাঙ্গদের সকল রকম সুযোগ-সুবিধা ও পরিষেবা দেওয়া সম্বভ হবে ৷