শনিবার ২২শে এপ্রিল উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর কাঠালটিলায় কাঠিয়াবাবা গুরুকুল সেবা ট্রাস্ট পরিচালিত ‘কাঠিয়াবাবা মিশন স্কুল’র উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপস্থিত ছিলেন উত্তর জেলাপরিষদের সভাধিপতি ভবতোষ দাস সহ আরো অন্যান্যরা ৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীও পরিয়ে বরণ করা হয়, পরবর্তিতে প্রদীপ প্রজ্জোলনের মাধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচণা করেন আমন্ত্রীত অতিথিরা ৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কাঠিয়াবাবা মিশন এর সম্পাদক মান্না রায় ৷
ত্রিপুরা বিভিন্ন জায়গায় এই কাঠিয়াবাবা মিশন স্কুল শুরু হয়েছে ৷ মূলত ভারতীয় শিক্ষা আদর্শ উদ্বুদ্ধ করার জন্য এই প্রচেষ্টা ৷