গতকাল শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের সামনে আততায়ীদের হাতে খুন হয়ে গেলেন ‘গ্যাংস্টার’ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করবে তিন সদস্যের কমিটি ৷ ইতিমধ্যেই এই ঘটনায় ১৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়াগরাজ-সহ উত্তরপ্রদেশের সব জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷
শনিবার তাঁর মৃত ছেলে আসাদ এর শেষকৃত্যে উপস্থিত থাকার কথা জানিয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল আতিক ৷ উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল তাঁর ছেলে আসাদ উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে হত হয় আসাদ ৷