শনিবার জয়পুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য কর্পোরেটর নীতু গুহ দে , কর্পোরেটর মনোজ কান্তি দেবরায় সহ অন্যান্যরা।