শনিবার উত্তর ত্রিপুরা জেলা সিনিয়র সিটিজেন এবং পেনশনার্স সংঘ কার্যালয়ের শুভ দ্বারোদঘাটন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়াপার্সন প্রদ্যোত দে সরকার, সংঘের সভাপতি বিনোদ রঞ্জন নাথ সহ আরো অন্যান্যরা ৷
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বললেন,’প্রবীণরা হলেন সমাজের পথ প্রদর্শক ৷ তারা সমাজের ভালো, মন্দ ও উন্নয়ন নিয়ে চিন্তা করেন ৷ প্রবীণদের পরামর্শ ছাড়া একটি সমাজ, রাজ্য ও দেশ এগিয়ে যেতে পারেনা ৷ তাই অবসর গ্রহণের পর এবার আপনারা বুড়ো হয়ে গেছেন, অথর্ব হয়ে গেছেন তা মনে করলে চলবেনা ৷ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আপনাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে হবে’ ৷
এদিন অনুষ্ঠানে শ্রী সেন, প্রবীণ নাগরিক ও চাকুরি থেকে অবসর প্রাপ্তদের প্রতি জীবনে শেষ দিন পর্যন্ত সমাজের জন্য কাজ করে যাবারও অনুরোধ জানিয়েছেন ৷