লেকচৌমুহনি বাজার এলাকায় আগরতলা পৌর নিগমের সুনির্দিষ্ট অভিযানে প্রগতি স্কুল সংলগ্ন কাঁটাখালের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বাঁশ ও শেডের দোকান উচ্ছেদ করা হয়। পূর্বেই সতর্ক করা সত্ত্বেও নিষেধ অমান্য করে দোকান চালু রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিকল্প ব্যবসাস্থলের ব্যবস্থা করুক সরকার।