সারা পৃথিবী জুড়ে লিঙ্গ বৈষম্য আজও অব্যাহত। ভারত আজও লিঙ্গ বৈষম্য নামক সমাজের এই ভয়ানক অসুস্থতা থেকে বেড়িয়ে আসতে পারেনি। কন্যা ভ্রুণ হত্যা আইনত দন্ডনীয় অপরাধ জেনেও ভারতে আজও নির্বিচারে কন্যাভ্রুন হত্যা চলছে। এই সমাজিক অভিশাপ থেকে ভারত আজও মুক্ত হতে পারেনি। এই বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে শুক্রবার আগরতলায় সচেতনতামূলক পথযাত্রা অনুষ্ঠিত হয়। উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।