লায়ন্স ক্লাবের উদ্যোগে সমাজসেবার দৃষ্টান্ত! পূর্বাশা প্রাঙ্গণে অনুষ্ঠিত “মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল”-এ সহস্রাধিক মানুষের মুখে ফুটল আনন্দের হাসি। শাড়ি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী — সবই বিনামূল্যে বিতরণ করে মানবতার বার্তা পৌঁছে দিল লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট–৩২২জি। মেয়র দীপক মজুমদারসহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা উদ্যোগটিকে সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন। মানবিকতার এই মেলায় লায়ন্স ক্লাব স্থাপন করলো এক উজ্জ্বল উদাহরণ।