লক্ষ্য শিশু, কিশোর-কিশোরীদের সচেতনতামূলক অঙ্কন প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানো ৷
সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই রবিবার বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদ পরিচালনায় জেলা ব্যাপী ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ৷
এদিন অঙ্কন প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিশু কিশোর-কিশোরী জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহন করেছে ৷ প্রতিযোগিতার শেষে অভিভাবক ও অভিভাবিকা মন্ডলীকে ধন্যবাদ জানানো হয় সংস্থার পক্ষ থেকে ৷ অনুষ্ঠান ঘিরে জেলা থেকে আগত সমস্ত প্রতিযোগীর বিপুল উৎসাহ ছিলো চোখে পড়ার মতো ৷ এদিন এই অঙ্কন প্রতিযোতায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বাপ্পা চক্রবর্তী সহ সকল সদস্যরা ৷