বাংলাদেশের নেতাদের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হল মথা কর্মীরা। 19/12/2025
মন রেগার নাম পরিবর্তনের বিরোধিতায় সরব ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। রাজধানীর আগরতলায় কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে আজ বিক্ষোভে সামিল হলেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। 19/12/2025
ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (TSF)–এর উদ্যোগে মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় গণধর্ণা। বহু শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোমান লিপিতে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। পাশাপাশি সমস্ত পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র প্রস্তুত করারও জোর দাবি জানান তারা। সংগঠনের বক্তব্য, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই দুটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই এ নিয়ে তারা আন্দোলন করে আসছে। তাঁদের হুঁশিয়ারি—সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আসন্ন দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে TSF। গণধর্ণা মঞ্চ থেকে তাঁরা সমবেতভাবে ভাষা–অধিকার রক্ষার লড়াই জারি রাখার ডাক দেন। 3 weeks ago
আজ ২১ শে জুন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলার অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হবে। 6 months ago