রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গরীব মানুষের উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস বলেছেন, “আজ রামনগর এলাকায় গরীব দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রত্যেক বিধানসভা ব্লকে শীতবস্ত্র বিতরণ করছে। আগামীদিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে আরো পরিষেবা দেওয়ার দিকে আমরা নজর দেব এবং মানুষের ঘরে ঘরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্পগুলি আছে সেগুলো যাতে পৌঁছে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা করবো।