রাজ্যে রক্ত সংকট নিরসনে ৭ রামনগর মন্ডলের উদ্যোগে আগামী ২৬ মার্চ মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে জানান কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত ও যুব মোর্চা এবং মহিলা মোর্চার রামনগর মন্ডল সভাপতিগন। মোট ৩০০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে জানান তুষার বাবু।