শুক্রবার সকালে রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে যান আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সেখানে আশ্রমের যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি আশ্রম সংলগ্ন একটি পুকুর রয়েছে, সেটিও পরিদর্শন করেন এদিন তিনি। পরবর্তী সময়ে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সেই পুকুরটি খুব শীঘ্রই সংস্কার করা হবে। সেখানে আইনগত কোনও জটিলতা দেখা দিলেও যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার।