রাবার বাগান থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ৷
এই ঘটনাটি সংগঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে উত্তর জেলার গৌরিপুর গ্রামের ছয় নং ওয়ার্ডের পরিত্যাক্ত এক রাবার বাগানে ৷ মৃত ব্যাক্তির নাম প্রদীপ দাস,বাড়ি গবিন্দপুর গ্রামের দুই নং ওয়ার্ড এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের লোকজন ও চুড়াইবাড়ি থানার পুলিশ ৷ পুলিশ ও পরিবারের লোকজন দেখতে পান গাছের ডালে একটি গামছা ঝুলানো রয়েছে আর মৃতদেহটি তার ঠিক নিচে পড়ে রয়েছে ৷ এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে আসে ৷ শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে ৷