আজ সমগ্র দেশ একতার বার্তা নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণশক্তিতে পরিপূর্ণ। এই ‘একতা’ অক্ষুন্ন থাকুক এবং আরও সুদৃঢ় হোক -এই মহান দিনে প্রত্যাশা রাখি। রান ফর ইউনিটিতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সারা দেশের পাশাপাশি রাজধানী আগরতলাতেও পালিত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস। সেই উপলক্ষে রান ফর ইউনিটির আয়োজন করা হয়। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরনিগমের মেয়র, মন্ত্রী, মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক, প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।