যে কোন মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জোরদার প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে জোরদার চমক দিতে চলেছেন তিন মহারতী। রাত পোহালেই পদ্মে আগমন ত্রয়ীর। ফের পুরনো দলেই ফিরতে চলেছেন রাজ্যের লড়াকু নেতা সুবল ভৌমিক। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় এবং প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস। এই তিন ত্রয়ীর পদ্মে আগমনের খবর শুনেই বিরোধীদের চোখ কপালে উঠেছে। পদ্ম শিবিরে এই তিন ত্রয়ীর আগমনে যে গেরুয়া শিবির শক্তিশালী হল তা বলাই বাহুল্য।