রাজধানীতে চুরি , ডাকাতির ঘটনায় আতঙ্কিত জনগন। তাই বাধ্য হয়ে এখন রাত জেগে পাহাড়া দিচ্ছে। রাজধানীর আড়ালিয়া এলাকায় এমনই ছবি দেখা গেল বুধবার গভীর রাতে। আড়ালিয়া ঘোষপাড়া, দাসপাড়া, স্কুল চৌমুহনি পাড়া , সহ একাধিক পাড়ার লোকজন লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে রাস্তায় ।