নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তি তৈরির চেষ্টা একাংশের। রাতের অন্ধকারে কৈলাসহর ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে মুসলিম পল্লী জে.বি স্কুলের নাম কে বা কারা হিন্দু পল্লী জে.বি স্কুল লিখে দিয়ে গেছে। রবিবার সকালে এই দৃশ্য সামনে আসার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ভাবে স্কুলের নাম পরিবর্তন করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সকালে গ্রামবাসীদের নজরে আসার পর গ্রামে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পোস্টার সহ রঙের ডিবি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। নির্বাচনের আগে অশান্তি তৈরি করে ফায়দা তোলার জন্যও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনেকের অভিমত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।