২০ই এপ্রিল বৃহস্পতিবার লিচুবাগান BCDI-NECTAR কনফারেন্স হলে রাজ্য সরকারের শিল্প ও বানিজ্য দপ্তর পরিচালিত ত্রিপুরা ব্যাম্বু মিশনের অন্তর্গত ‘ব্যাম্বু প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটি অফ ত্রিপুরা’র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ৷ এইদিন উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী টিংকু রায় এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী নবাদল বণিক সহ আরো অন্যান্যরা ৷
উক্ত বৈঠকে রাজ্যের বাঁশ থেকে উৎপাদিত দ্রব্যের প্রচার ও প্রসারে জোর দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷