রবিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের এক লক্ষ একান্ন হাজার উনিশ জনের গৃহপ্রবেশ অনুষ্ঠানে সূচনা করবেন। একইসঙ্গে আরবানে ৫৪ হাজার ৫২৬ টি ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেবেন। ভার্চুয়ালি সম্পন্ন হবে এই গৃহ প্রবেশ অনুষ্ঠান। একইসঙ্গে স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আনন্দনগর, খড়গপুর আমতলী বাইপাস এন এইচ ৮ রোড, আইজিএম – স্থিত আগরতলা সরকারি ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর বাইরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ৩২ টি রাস্তার ২৩২ কিলোমিটার দৈর্ঘ্যের শিলান্যাস করবেন। ১১২ টি রোড প্রজেক্ট, যার দূরত্ব হচ্ছে ৫৪২ কিলোমিটার তারও শিলান্যাস করবেন তিনি।