দক্ষিণ জেলার বীরচন্দ্র মনুতে ব্রু (রিয়াং) জনজাতিদের ঐতিহ্যবাহী ২১তম রাজ্যভিত্তিক সংগ্ৰঙমা পূজা এবং মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বীরচন্দ্র মনুর ব্রু সংগ্ৰঙমা মথহ সংস্থার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এই পূজা ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা ও সঞ্জীব রিয়াং, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, জেলা পুলিশ সুপার ডঃ কুলবন্ত সিং। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে অত্যন্ত আন্তরিক। রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই ব্রু শরণার্থীদের দীর্ঘদিনের জটিল সমস্যার নিরসন হয়েছে। প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তুলতে চায় এই সরকার। ত্রিপুরা রাজ্যের বৈশিষ্ট্য তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি। আর এই ধারাকে অটুট রাখতে হবে।