রাজ্যে মানবাধিকার বলতে কিছুই নেই। মানুষের অধিকারটাই ছিনিয়ে নিয়েছে বর্তমান সরকার। মানুষ অভাব অভিযোগ, দাবি আদায়ের কথা বললেই রাষ্ট্রশক্তিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা।