৩২ আসন পেয়ে রাজ্যে দ্বিতীয় বারের জন্য সরকারে আসল বিজেপি। সঙ্গী আই পি এফ টি পেয়েছে ১ টি আসন। ১১ আসনে বামফ্রন্ট এবং ৩ আসনে কংগ্রেস জয়ী হয়েছে। তবে এবারের বিধানসভা নির্বাচনে ১৩ আসনে জয়লাভ করেছে তিপ্রা মথা। গত বিধানসভা নির্বাচনের মতোই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল বিজেপি।
প্রত্যাশামতোই ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এবং আইপিএফটির জোট। তাদের মোট প্রাপ্ত আসনের সংখ্যা ৩৩। সরকার গড়তে ৩১টি আসন দখলের দরকার ছিল। জোটবদ্ধ বিজেপি তার থেকেও দু’টি আসন বেশি পেয়েছে। এ বারের নির্বাচনে বামফ্রন্টের আসন আরও কমেছে। তৃণমূল এ বারও খাতা খুলতে পারেনি। তা হলে বিজেপির ভোট গেল কোথায়? দেখা যাচ্ছে, ওই ভোট পেয়েছে রাজার দল তিপ্রা মাথা। প্রথম বার বিধানসভা নির্বাচনে লড়েই ১৩ টি বিধানসভা আসন জয় করেছে তারা। উঠে এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে। মূলত উপজাতি এলাকার সবক’টি আসনই জিতেছে রাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মণের দল।